গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব।সেই সঙ্গে প্রয়াত ASI পপি চৌধুরীকে শ্রদ্ধা জানালো গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি পথচলতি মানুষদের সচেতন করে পড়ানো হলো মাস্ক। প্রসঙ্গত আজ সোমবার রাখি বন্ধন উৎসব। গোটা দেশের সাথে সাথে রাজ্যজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। কিন্তু প্রতিবারের থেকে এবারে রাখি বন্দনের তফাৎ অনেকটাই। কারণ করোনা মোকাবিলায় গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝে একাধিক বিধিনিষেধ বেঁধে দিয়েছে প্রশাসন। এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সোমবার গোটা রাজ্যের প্রতিটি থানায় পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব।সেই মতো সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ যা=থেকে পালিত হলো দিনটি। এদিন গঙ্গারামপুর চৌপথী এলাকায় আয়োজন করা হয়েছিল রাখি বন্ধন দিবসের। এদিন প্রথমে প্রায়ত ASI পপি চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে পুলিশ প্রশাসন। সেই সঙ্গে পথ চলতি মানুষদের করোনা ভাইরাস সম্পকে সচেতন করতে রাখি ও মাস্ক পড়ানো হয়. সেই সঙ্গে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার চালায় গঙ্গারামপুর থানার পুলিশ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুন্ডু,ট্রাফিক ওসি বাবুল হোসেন,গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অমল কৃষ্ণ চৌধুরী,গঙ্গারামপুর কলেজের টিচার্জ ইনচার্জ দেবব্রত দাস,ASI প্রদীপ রাজবংশী সহ গঙ্গারামপুর থানার অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার।