October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

খিদিরপুরে জোড়া পথদুর্ঘটনা, মৃত ২

রাতে শহরতলীর বুকে জোড়া পথদুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে খিদিরপুরের নজরুল সেতুর উপর। জানা গিয়েছে, একটি বাইক আরহীকে সজোরে ধাক্কা মারে একটি বড়ো গাড়ী। এরপর বাইক আরহী ও এক মহিলা ছিটকে পড়ে গেলে তাদের উপর দিয়েই গাড়িটি পিসে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুজনের। পুলিশ এসে দুটি মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে, খিদিরপুরেই কয়লা ডিপো সংলগ্ন 19 নম্বর কোল বার্থ রোডে রাত সাড়ে ৯টা থেকে ১০টা নাগাদ দশচাকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে উপরে উঠে যায়। সেই সময় বেশ কয়েকজন যুবক রাস্তার পাশে বসে ছিল। দোকানটি ভেঙে তাদের গায়ের উপর পড়ে এবং সেই ঘটনায় একজন মহিলা সহ মোট 5 জন গুরুতর আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক লরিটিকে আটক করে ঘটনাটির তদন্ত করছে পুলিশ।