লেকটাউন দক্ষিণদাঁড়ি বাসস্টপে মহিলার শ্লীলতাহানির চেষ্ঠা। গ্রেফতার অভিযুক্ত যুবক। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 22 তারিখ এক ভদ্র মহিলা কলকাতার গাঙ্গুলিবাগান যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর থেকে 45 নং রুটের একটি বাসে ওঠেন। বাস ওঠার পর তিনি জানতে পারেন বাসটি গাঙ্গুলিবাগান যাবে না। এরপর সে লেকটাউন থানা এলাকার দক্ষিণদাঁড়ি বাসস্টপে বাস থেকে নেমে যান। এর কিছুক্ষণ পরে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সেখানে এসে তার প্রতি কুৎসিত মন্তব্য করতে শুরু করে এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। ভদ্রমহিলা ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনাটি ক্যামেরা বন্দি করেন। এবং তৎক্ষণাৎ বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ভদ্রমহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাসবিহারী অঞ্চল থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ওই ভদ্রমহিলা অভিযুক্তের কোনও পরিচয় বিবরণ দিতে পারেনি শুধুমাত্র ছবি ছিল। এবং অভিযুক্ত রাসবিহারীর বাসিন্দা এইটুকুই জানা গিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ দক্ষতার সাথে রাসবিহারী অঞ্চলটির কয়েকটি ফোন নম্বর ট্রেস করে তার মধ্যে সঠিক নম্বরটি খুঁজে নিয়ে গতকাল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন।