February 9, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব

‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করেছিলেন রুক্মিণী মৈত্র । ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের তরফে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী। নাচের প্রশিক্ষণ নিয়েছেন। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাঁকে। রুক্মিণীর সেই কড়া হোমওয়ার্কের ঝলক দেখা গিয়েছে ‘কানহা’ গানেও। এবার দেব ফাঁস করলেন, রুক্মিণী নাকি ‘বিনোদিনী’র চরিত্রে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন যে, রাতে ঘুমের ঘোরেও হাতে নাচের মুদ্রা ফুটিয়ে তোলেন।

বক্স অফিসে ‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব। শনিবারই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব-রুক্মিণী শুধু জুটিতেই ধরা দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে নজর কাড়ে তাঁদের রসায়নও। আর সেখানেই রুক্মিণীর গোপন কথা ফাঁস করে নিজেই লজ্জায় পড়ে যান দেব। তৎক্ষণাৎ অবশ্য সামলে নিয়ে বলেন, “না না, ওঁর মা জানিয়েছেন। নইলে আমি কী করে জানব?” ততক্ষণে যদিও দেবের মুখ থেকে একথা শুনে লাজে রাঙা রুক্মিণীর মুখ। পাশাপাশি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ ছবিটি নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে ফেলেন প্রযোজক দেব।