November 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কোলাঘাট ব্লকের বরিশা এলাকায় প্রশাসনের উদ্যোগে জীবানুমুক্ত স্প্রে করা করা হয়

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সারা রাজ্যের পাশাপাশি প্রত্যেক জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে মহামারী আক্রান্তের সংখ্যা, এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের উদ্যোগে নেওয়া হচ্ছে নানান কর্মসূচী, পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে এই ভাইরাসের প্রতি, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বরিশা এলাকায় কয়েক দিন আগে এক ব্যক্তি র করোণা পজিটিভ ধরা পড়ায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা, শনিবার কোলাঘাট ১নং গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং কোভিদ ১৯ ক্লাবের পক্ষ থেকে এলাকায় স্যানিটাইজার এর মাধ্যমে জীবাণু মুক্ত প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি এই মহামারী ভাইরাসের প্রতি সচেতনতা হিসাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচারকার্য চালাচ্ছি ব্লক প্রশাসন থেকে শুরু করে এই ক্লাব সংগঠনের পক্ষ থেকে, এদিন বক্তব্য রাখতে গিয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু বলেন এই মহামারী ভাইরাসে প্রতি যথেষ্ট আতঙ্কিত রয়েছে সাধারণ মানুষ সেই আতঙ্ককে দূর করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।