September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কোয়ারেন্টাইনের প্রতিবাদে মোড়ের মাথায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে বিক্ষোভ শামিল হলেন

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ কোয়ারেন্টাইনের প্রতিবাদে মোড়ের মাথায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে বিক্ষোভ শামিল হলেন পুরাতন মালদা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার এই এলাকার শতাধিক মহিলা মোড়ের মাথায় বাঁশের ব্যারিকেড দিয়ে এই আন্দোলনে সামিল হন। প্রবাসীদের অভিযোগ জনবসতিপূর্ণ এই এলাকায় গৌড় ঘোষ বালিকা বিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তাই তারা এদিন বিক্ষোভে সামিল হয়েছেন। মোড়ের মাথায় এবং বিদ্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামের মহিলা এবং পুরুষরা। জানা যায়, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ওয়ার্ডবাসীদের আরো অভিযোগ জনবসতিপূর্ণ এলাকায় শ্রমিকদের রাখার ব্যবস্থা না করে যেখানে জনবসতি নেই সেইসব এলাকায় তাদের রাখা হোক। এই এলাকায় তাদের রাখা হলে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন তারা।