July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা, শুরু তদন্ত

কেরলের কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছনে গিয়ে দু টুকরো হয়ে যায় দুবাই থেকে কালিকট গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স-১৩৪৪। দুর্ঘটনায় দুজন পাইলটসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। কেরল বিমান দুর্ঘটনা মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি গুরুতর জখমদের মাথাপিছু ২ লক্ষ টাকা এবং যাদের সামান্য চোট লেগেছে তাদের মাথাপিছু ৫০ হাজার টাকা হবে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। হরদীপ সিং পুরি জানিয়েছেন, প্রবল বৃষ্টির ফলে রানওয়েতে পিছলে যায় বিমানটি। এরপর সেটিতে আগুন লেগে যায়। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৬ জন ক্রু সহ ১৯০ জন ছিলেন। কেরলে কয়েক দিন ধরে ভারী বৃষ্টির পরে লাল সর্তকতা জারি করা হয়েছিল। এই বৃষ্টির ফলেই বিমানটি কোঝিকোড়েতে অবতরণ করতে গিয়ে বিপদে পড়ে। শনিবার বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়লো তা ওই ব্ল্যাক বক্স এর তথ্য জানা যাবে।কেরল বিমান বিপর্যয়ের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নানান বিষয়ে তদন্তে অনুসন্ধান হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ।