May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

কেশপুরে তৃণমূলের কর্মী সম্মেলন থেকে বিজেপির পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন বিধায়িকা শিউলি শাহা

শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর:- আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে শাসক দলের নেতাকর্মীরা। দলীয় কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে এবং সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করতে একের পর এক কর্মসূচি গ্রহণ করছে শাসক দলের নেতৃত্বরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দু’নম্বর শীর্শা অঞ্চলের খেতুয়াতে ১১ তমক বুধ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

এদিনের কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিউলি শাহা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চিত্তরঞ্জন গরাই, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

এই কর্মী সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক টোপ দাগলেন কেশপুরের বিধায়িকা শিউলি শাহা, যেখানে বাদ পড়েনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও। এদিন তিনি বলেন দাদা তুমি একদিন বলেছিলে এই কেশপুরে বিজেপিকে বাংলায় জায়গা করতে দেওয়া যাবে না কারণ বাংলার শান্ত পরিবেশ নষ্ট করবে বিজেপি, আজ তুমি বলছো ডবল ইঞ্জিন সরকার দরকার, আমি বলছি কেন কোকেন ব্যবসা করতে সুবিধা হবে।

প্রসঙ্গত দুদিন আগে কোকেন নিয়ে নাম জড়িয়েছে একাধিক বিজেপির নেতৃত্ব জানিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন, এবার সেই প্রসঙ্গ নিয়ে কার্যত বিজেপিকে কটাক্ষ করলেন কেশপুরের বিধায়িকা শিউলি শাহা। পাশাপাশি তিনি আরো বলেন ডবল ইঞ্জিন সরকার তো অনেক রাজ্যেই রয়েছে সেখানে তো মহিলাদের নিরাপত্তা নেই কেনো! আমি বলছি বাংলায় বাড়ির মেয়েদের নিরাপত্তার কথা ভেবে খাল কেটে কুমির আনবেন না, কার্যত এক কথায় বলা যেতে পারে নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণা করার আগেই রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।