July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কেন্দ্রীয় সরকারের 24 ঘণ্টার নোটিশে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ

মালদা: কেন্দ্রীয় সরকারের ২৪ ঘণ্টার নোটিশে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ। সমস্যায় পিয়াজ রপ্তানিকারক শুরু করে ট্রাকচালক এবং ব্যবসায়ীরা। কেন্দ্রীয় সরকারের এই হঠকারিতা সিদ্ধান্তে মালদা জেলার মহদীপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বন্দরে নাসিক সহ বিভিন্ন রাজ্য থেকে আসা পেঁয়াজ বোঝাই গাড়ি গুলি আটকে পড়েছে। না পাচ্ছে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না ফিরে যেতে পারছে নিজ রাজ্যে। দুই যাঁতাকলে পড়ে সমস্যায় লরি চালক এবং ব্যবসায়ীরা। এই বিষয়ে পিয়াজ পশ্চিমবঙ্গ এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জল সাহা জানান সূর্যের আলো এবং বৃষ্টির কারণে লরি বোঝাই পিয়াজ গুলিতে পচন ধরতে শুরু করেছে। ফলে যতদিন যাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে ক্ষতির পরিমাণ। ভিন রাজ্য থেকে পাড়ি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে এসে আটকে পড়ায় ইতিমধ্যে টাকাপয়সা শেষের দিকে চালকদের।ফলে ইচ্ছা থাকলেও নিজ রাজ্যে ফিরে যেতে পারছেন না তারা। এই মুহূর্তে মহদীপুর স্থলবন্দরে প্রায় 400 পেঁয়াজ বোঝাই গাড়ি আটকে। এখনো পর্যন্ত প্রায় কুড়ি কোটি টাকা ক্ষতির আশঙ্কা দেখছেন তারা। আপাতত পেঁয়াজ বোঝাই লরি গুলি বাংলাদেশ রপ্তানি না করা হলে পিয়াজ রপ্তানিকারকদের আগামীতে আত্মহত্যা ছাড়া কোন উপায় থাকবেনা।