নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- কৃষি বিল নিয়ে বর্তমান শাসক দলের কর্মীদের কটাক্ষ করলেন বিজেপি নেতা জয় ব্যানার্জি, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পূর্ব বিধানসভার কোলাঘাটের পয়াগ থেকে দেউলিয়া পূলশিটা পোস্ট অফিস পর্যন্ত কৃষি আইনের সমর্থনে মিছিল করল তমলুক সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব, এই দিন এই দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপি নেতা তথা অভিনেতা জয় ব্যানার্জি এমনটাই মন্তব্য করেন, অন্যদিকে উত্তরপ্রদেশের নারকীয় ঘটনার সম্বন্ধে তিনি বলেন যোগী সরকার নিশ্চিত ভাবে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেবে, অন্য দিকে অন্যান্য রাজনৈতিক দলকে ওই এলাকায় প্রবেশ না করতে দেওয়ার সম্বন্ধে তিনি বলেন এখন এই পরিস্থিতিতে ওই পরিবার খুব মর্মাহত সেই কারণে যাতে কোনো রাজনৈতিক কর্মী গিয়ে “চুলকে ঘা করা” অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটা না প্রয়োগ করতে পারে এই সম্বন্ধেও তিনি মন্তব্য করলেন, পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন তৃণমূলের এখন বেশি করে ঘুমের ঔষধ কিনে বাড়িতে রাখা উচিত কারণ যে ভাবে এই কৃষি আইন সমর্থন করছে কৃষকরা তাতে আগামী দিনে এই কথা ভেবে ঘুম আসবেনা তৃণমূল নেতৃত্বের, এমনই মন্তব্য করেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জি,এই দিন কৃষি আইন এর সমর্থনে হাতে কৃষকের নানান জিনিসপত্র নিয়ে মিছিলের মাধ্যমে কৃষি আইন এর সমর্থনে মিছিল করল বিজেপি নেতৃত্ব, এইদিন এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুল নায়েক, পুলক কান্তি গুড়িয়া সহ একাধিক বিজেপি নেতৃত্ব।