July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কৃষি বিল এর প্রতিবাদে বালুরঘাটে আন্দোলনে নামলো বাম কৃষক সংগঠন, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

বালুরঘাট, লোকসভায় কৃষি বিল পাসের বিরোধিতায় দেশ জুড়ে বন্‌ধ ডেকেছেন কৃষকরা। আর তাতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গও। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বামফ্রন্টের কৃষক সংগঠন। উল্লেখ্য, এই বিলের নতুন আইনগুলির বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার জন্য রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন দাবি করেছে কংগ্রেস এবং বামফ্রন্ট।
বাম সংগঠনের অভিযোগ, কোনও বিতর্ক বা পরামর্শ না করেই এভাবে সংসদীয় পদ্ধতি, ফেডারেল নীতি এবং রাজ্য ও কৃষকদের অধিকার লঙ্ঘন করে বিল পাস করানো হয়েছে। যার প্রতিবাদে দিন বালুরঘাটের পতিরাম তালতলা মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোবের সামিল হয় বাম সংগঠন।
বাম সংগঠনের তরফে অমিত সরকার জানিয়েছেন, বড় বড় কর্পোরেট সংস্থাগুলিকে খুশি করার জন্য এই বিলগুলি পাস করানো হয়েছে। ফলে কৃষক ও কৃষি শ্রমিকদের বঞ্চিত করে এমন বিলের প্রতিবাদে সকল শ্রমিক সংগঠন, শ্রমিক এবং ইউনিয়নগুলি আন্দোলনের পথে নামবে।