June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

কৃষি আইনের বিরোধিতা সহ পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- কৃষি আইনের বিরোধিতা সহ পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে বাইক মিছিল সংগঠিত হয়। এদিনের এই বাইক মিছিল জঙ্গল কন্যা সেতুর কাছ থেকে শুরু হয়ে হাতিগেড়িয়া হয়ে বিনন্দপুর এলাকায় এসে শেষ হয়।

মিছিল শেষে খেলা হবে ডিজে বাজিয়ে কয়েকশো বাইক নিয়ে এই মিছিলে যোগদেন কিষাণ ক্ষেতমজুর সংগঠনের কর্মীরা। নেতৃত্ব দেন খড়গপুর মহকুমা কিষান খেত মজুরের নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামানি মান্ডী ও ব্লকের তৃনমূল নেতৃত্ব সুকুমার মিশ্র,তারাশঙ্কর পাত্র। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বাইক মিছিল কার্যত নির্বাচনী প্রচার মিছিলে রুপ নেয়। বলা যায় ভোটের প্রস্তুতি মিছিল শুরু করে দিল কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস।

লোকসভা ভোটের নিরিখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কেশিয়াড়ি বিধানসভা অনেকটাই তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে বিজেপি। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে বহুবার বিভিন্ন জনসভায় কেশিয়াড়ীতে নানান চাপানউতোর চলেছে। সম্প্রতি খেলা হবে স্লোগান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার রাজনীতিতে।

কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী বলেন খেলা তো হবেই, যারা সারাবছর খেলে তারাই খেলবে। খেলা যে খুবই জোরদার হবে তার ইঙ্গিত পরিস্কার করে দিচ্ছে শাসকদল তৃণমূল।