July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কৃষিবিলের সমর্থনে মিছিলে সামিল হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- লোকসভায় কেন্দ্রের কৃষক বিল পাস করার ফলে সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলে প্রতিবাদে পথে নেমেছে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক সংগঠন গুলি। কেন্দ্র সরকারের মতে জানা যায় এই বিলের ফলে উপকৃত হবে দেশের সমস্ত কৃষক,তারা নিজেরাই নির্ধারিত করতে পারবে ফসলের দাম, এছাড়াও এ রাজ্যের পাশাপাশি পাশাপাশি রাজ্য নিজেদের জমির ফসল অন্যত্রে নিয়ে গিয়ে বেচাকেনা করতে পারে রাজ্যের সমস্ত কৃষক,এছাড়াও এই বিলের মাধ্যমে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাবে কৃষকরা। তবে এ নিয়ে বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে আজ পূর্ব মেদিনীপুরে হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীর নেতৃত্বে পথে নামছে বিজেপি। এছাড়াও যেসব রাজনৈতিক দল এই বিলের বিরুদ্ধে অপপ্রচার করছে, আজ পূর্ব মেদিনীপুরে বাহিরির জগন্নাথ মন্দির থেকে মারিশদা পর্যন্ত কৃষিবিল সমর্থন মিছিল সেই সব দলের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে সাধারণ মানুষ থেকে কৃষক প্রত্যেকেই কৃষিবিলের পক্ষে। তবে গত কয়েকদিন ধরে কৃষিবিলের বিরুদ্ধে রীতিমত বিক্ষোভ মিছিল ও সভা করে চলেছে শাসকদল। সে ক্ষেত্রে বিজেপি উঠে পড়ে ময়দানে নামছে। তাই মঙ্গলবার বাহিরি জগন্নাথ মন্দির থেকে মারিশদা পর্যন্ত কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল পদযাত্রা করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী সহ পূর্ব মেদিনীপিরের একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এলাকার সমস্ত চাষীদের উদ্দেশ্যে বলেন এতদিন যারা এতোদিন পায়ে শিকল বাঁধা অবস্থায় রয়েছিল তারা আজ শিকল থেকে মুক্তি পেল, যারা আজ কৃষক বিলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আদেও তারা কৃষকদের স্বার্থে রাস্তায় নামেনি বরং কালোবাজারি তৈরি করতেই রাস্তায় নেমেছে তারা, এক কথায় বলা যেতে পারে নাম না করে বর্তমান রাজ্য সরকারের উপর নিশানাথ তোলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তিনি আরো বলেন আমাদের কেন্দ্রীয় সরকার কৃষকদের পেটে লাথি মারতে দেবে না, এতদিন যারা কৃষকদের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের আজ অনেক সমস্যা হচ্ছে, এমনই মন্তব্য করেনি বিজেপি নেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। অন্যদিকে নব বিজেপি কর্মী ও পুরাতন বিজেপি কর্মীর মধ্যে রাজ্যে একটা সংঘাতের ছবি উঠে আসছে মাঝেমধ্যেই,সেই ব্যাপার নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন সরকারের আসতে গেলে নতুন পুরাতন সমস্ত কর্মীদের একত্রিত হয়ে কাজ করতে হবে, এই সরকারকে উৎখাত করতে সবাইকে একত্রিত হতে হবে, অন্যদিকে সভা করে ফেরার পথে তৃণমূলের স্লোগানের মধ্যে পড়তে হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সেই ব্যাপারে লকেট চট্টোপাধ্যায় বলেন এই রকম করে কোন লাভ হবেনা ২০২১ সালে ক্ষমতায় আসব।