ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। চার জঙ্গীকে খতম করলেন কুলগ্রাম জওয়ানরা, সাথে তিন জঙ্গিকে ফাঁদে ফেলেছে বাহিনী। তবে উভয় পক্ষের মধ্যে এখনো লড়াই চলছে বলে জানা গিয়েছে। এর আগে শনিবার পুলওয়ামা জেলার গোরিপোরা এলাকায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার শুরু হয়। সেই সময় সেনাদের গুলিতে খতম হয় দু’জন জঙ্গি।
এর আগে বুধবারেও মলহুরা এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল। এরপর গোপন সূত্রে খবর পেয়ে, যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ সহ কেন্দ্রীয় পুলিশ বাহিনী। জানা যায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল পুলিশের কাছে। সেখানে সেনাদের উদ্দেশ্যে গুলি চালায় জঙ্গিরা। এরপর জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে খতম হয় চার জঙ্গি। সাথে চারিদিক থেকে ঘিরে ধরা হয় আরো তিন জঙ্গিকে।