January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কুমুদ সাহিত্য মেলায় সাহিত্যিক ষষ্ঠিপদ চট্টোপাধ্যায়ের হাতে সম্মানিত হলেন কবি ও চিত্রপরিচালক রাজকুমার দাস

গত মঙ্গলবার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে সারা দিন ব্যাপি কুমুদ সাহিত্য মেলা পালিত হল। এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত পান্ডব গোয়েন্দা খ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী সোনালী কাজী, প্রাক্তন  জাতীয় ভলিবল খেলোয়াড় দেব কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, কবি ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। একই সাথে ওই দিন মঞ্চ থেকে ২৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মনন সাহিত্য সংগঠনের তরফে ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি ও অন্নভোগ করানো হয়। সমাজসেবী সংগঠন সুসম্পর্ক এর তরফে ১০০ জন দুস্থ পড়ুয়াদের শিক্ষাসামগ্রী বিলি করা হয়। এদিনের অনুষ্ঠানে লোকসংগীত শিল্পী রফিকুল ইসলাম খান সেফ ড্রাইভ নিয়ে গান পরিবেশন করেন। “পল্লী কবি কুমুদরঞ্জন” এর “-বাড়ী আমার ভাঙ্গন ধরা অজয় নদের বাঁকে” কবিতার সাথে কবি ও তার সাহিত্য চর্চা র সাথে পরিচয় করিয়ে দেয় কবির কথা। কুমুদরঞ্জন মল্লিকের কথা। ৩ রা মার্চ ছিল তার ১৩৮তম জন্মদিন। সেই উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের কো গ্রামে কবির জন্মভিটাতে”কুমুদ সাহিত্য মেলা”- য় মনন এর তরফে বিশেষ ভাবে সংবর্ধনা জানানো হয় চলচ্চিত্র পরিচালক সাংবাদিক ও অভিনেতা রাজকুমার দাস মহাশয় কে।