December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কুণাল কামরার বিমানযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করল ভিস্তারা

ঘটনার দু’মাস অতিক্রান্ত। আর এতদিন পর কুণাল কামরার বিমানযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করল ভিস্তারা। শুক্রবার টুইট করে নিজেই সে কথা জানান জনপ্রিয় কমেডিয়ান। গত ২৮ জানুয়ারি মুম্বই থেকে লখনউগামী বিমানে মাঝ আকাশে অর্ণব গোস্বামীকে ‘কাপুরুষ’ এবং ‘ভীতু’ বলে কটাক্ষ করেছিলেন জনপ্রিয় কমেডিয়ান কুণাল। যে ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরই বিপাকে পড়তে হয় তাঁকে। বিমানের মধ্যে কুণালের ‘অভব্য’ আচরণের অভিযোগ তুলে তাঁকে ৬ মাসের জন্য কালো তালিকাভুক্ত করে ইন্ডিগো। যদিও পরে সেই মেয়াদ কমিয়ে তিন মাস করা হয়। সেই সংস্থার পাশাপাশি কুণালের জন্য পরিষেবা বন্ধ করে গো এয়ার, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইস জেট। ঘটনার দু’মাস কেটে যাওয়ার পর এবার তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করল ভিস্তারা বিমান সংস্থা। ভিস্তারার তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখেছে অভ্যন্তরীণ তদন্তকারী কমিটি।