দু’সপ্তাহের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এ দিন হাসপাতাল থেকে প্রকাশিত তাঁর স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ‘‘ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের। গতকালের চেয়ে তাঁর কিডনির অবস্থার (রেনাল প্যারামিটার্স) সামান্য অবনতি হয়েছে। এখনও গভীর কোমায় রয়েছেন উনি। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে।’’ ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণববাবু। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি হন। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তাঁর।