কালীপুজো পর এবার ভাইফোঁটা নিয়েও নতুন গান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁরই কথা ও সুরে গাওয়া ভাইফোঁটার গানটি শনিবার সামনে এনেছেন মুখ্যমন্ত্রী নিজেই। আর গানটি প্রকাশ হতেই রাতেই তা কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর এই গানকে থিম সং হিসাবে ব্যবহার করে ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
কালীপুজোর আগে মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে প্রকাশিত হয়েছিল শ্যামাসংগীত। সেই গান প্রকাশের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫০। এবার ভ্রাতৃদ্বিতীয়ায় আবার চমক। গানটির শুরু খুব চেনা। প্রচলিত শুভেচ্ছার ভাষার সঙ্গে সুর ও কথা মিলিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদীপে জ্বলুক শিখা’। দুর্গাপুজোয় প্রতিবার নিজে গান লিখে সুর দিয়ে অ্যালবাম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর তৃণমূলের পুজোবার্ষিকীর সঙ্গে মহালয়ায় সেই অ্যালবাম প্রকাশ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার দুর্গাপুজোর পর পরপর আরও চমক দিলেন মুখ্যমন্ত্রী।
More Stories
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ
স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার নিয়ে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের