July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কালিয়াচকে উদ্বোধন হয়ে গেল স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগনালের

মালদা-কালিয়াচকে উদ্বোধন হয়ে গেল স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগনালের। এর আগে পুলিশ প্রশাসন কথা দিয়েছিল, ইদুজ্জোহার আগে নতুন উপহার দিতে চলেছে তারা কালিয়াচকবাসীকে। বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। অত্যাধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা না থাকার ফলে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকত। কালিয়াচকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিন ট্রাফিক সিগনালের। এদিন লকডাউনের মধ্যে খানিকটা নি:‌শব্দেই এদিন থেকে চালু হয়ে গেল নতুন ট্রাফিক ব্যবস্থা। পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(‌গ্রামীণ)‌ দীপক সরকার, ট্রাফিক ওসি তরুণ হাসা, সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরি, মোথবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া এদিন বলেন,‘‌এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশবাজার শহরের পর জেলায় ব্যস্ততম রাস্তা হল এই কালিয়াচকের চৌরঙ্গি এলাকা। এখানকার মানুষের দাবি মেনেই নতুন ট্রাফিক সিগনাল ব্যবস্থার চালু করা হল। এর ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে আমাদের আশা। এখানকার মানুষ নতুন ট্রাফিক সিগনালের সঙ্গে অভ্যস্ত নয়, ধীরে ধীরে মানুষ সচেতন হয়ে যাবেন।’‌