রেশনের জন্য বরাদ্দ চাল,আটা সামাজিক-দুরত্ব মেনেই বিলি হোল পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতর নন্দীগ্রামের রেশন সপে। ডিলার সজলানন্দ রায়ের কথায়, সরকারি নির্দেশ মেনে মুলগ্ৰামের গ্ৰাহকদের হাতে অন্ত্যাদয় অন্ন যোজনা কার্ডে চাল ১৫ কেজি পরিবার পিছু এবং প্রতি কার্ড পিছু অতিরিক্ত ৫ কেজি করে,আটা ১৯ কেজি, অগ্ৰাধিকা প্রাপ্ত পরিবার চাল ৭ কেজি চাল রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা- ১ থেকে ৫ কেজ প্রতি কার্ড পিছু বিনামূল্যে, খাদ্য সুরক্ষা যোজনা- ২ ৫ কেজি চাল প্রতি কার্ড পিছু বিনামূল্যে তুলে দেওয়া হয়। উপস্থিত গ্ৰাহকরাও ডিলারের সুষ্ঠু বন্টন ব্যবস্থার জন্য প্রশংসা করেন।