মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষার পদ থেকে সরে গেলেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলেজের দীর্ঘকালীন সমস্যা কাটাতে মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং পরিচালন সমিতির সদস্যদের বৈঠকে ডেকেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কিন্তু অভিযোগ, বৈঠকের শুরুতেই শিক্ষামন্ত্রী অধ্যক্ষার উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন। তাঁকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী। পরিচালন সমিতির সদস্যদের সামনে তাঁর এই মন্তব্য স্বভাবতই প্রবল অপমানিত বোধ করেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে হাজির সকলকে চা দেওয়া হলেও, অধ্যক্ষার সঙ্গে সেই সৌজন্যমূলক আচরণও করা হয়নি। ফলে এই ঘটনায় তিনি ব্যথিত হন।
জানা গিয়েছে, এই পরিস্থিতিতে তিনি অধ্যক্ষ পদে থাকা উচিত কাজ বলে মনে করছেন না বৈশাখী। আর সে কারনেই বেশ কড়া ভাষায় পদত্যাগপত্র লিখেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও শেষ পাওয়া সূত্রের খবর অনুযায়ী, এ প্রসঙ্গে এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রীর কোন প্রতিক্রীয়া পাওয়া যায় নি।
তবে এর আগেও বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু তখন তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। পার্থ চট্টোপাধ্যায় তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসেবে কাজ চালানোর নির্দেশ দেন এবং কলেজের আভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন।