September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতা থেকে উদ্ধার ২৫ কেজি হিরোইন

কলকাতা থেকে প্রায় ১০৫ কোটি টাকার মাদক উদ্ধার করল এসটিএফ। সঙ্গে গ্রেপ্তার উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দা বছর চল্লিশের জুবের এবং মণিপুরের থৌবলের বাসিন্দা ৪৯ বছরের মৌলানা ফয়াজউদ্দিন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে টালার পাইকপাড়ায় অভিযান চালায় এসটিএফ দল। প্রথমে জুবের কাছ থেকে ২০ কেজি এবং ফয়াজউদ্দিনের কাছে সাড়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০৫ কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএসের মামালা দায়ের করা হয়েছে। আজ ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। শহরতলীর বুক থেকে এত পরিমাণ মাদক উদ্ধার করে কলকাতা পুলিশের বড় সাফল্য মিলল।