December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা হাসপাতালে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারো মানবিক মুখ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারির। করোনা হাসপাতালে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন করোনা আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে। রাজ্য জুড়ে করোনা পরিস্থিতি এই মুহূর্তে চরম আতঙ্ক ছড়াচ্ছে। প্রায় প্রতিদিন রেকর্ডহারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অবস্থা সামাল দিতে নতুন করে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আবার লকডাউন শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি এই মুহূর্তে যে নিয়ন্ত্রণের বাইরে সে কথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই বিষয়কে লক্ষ‍্য রেখে বৃহস্পতিবার ৫০ টি নতুন বেড পাঠালেন রাজ‍্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেও ৫০ টি বেড এর ব‍্যবস্থা করে ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে করোনা পরিস্থিতি কথার মাথায় রেখে নতুন বেড সংযোজনকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।