February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তা দিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুরঃ ইতিমধ্যেই করোনা ভাইরাসের মোকাবিলায় গোটা দেশ লক ডাউন করে দেওয়া হয়েছে। এবং বর্তমান রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে সাধারণ মানুষকে নানা সচেতনতা মূলক হিসাবে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকান। ইতিমধ্যেই লক ডাউনের তৃতীয় দিনে একই ছবি ধরা পড়েছে গোটা রাজ্যে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসনের তরফ থেকে ভিডিও বার্তার মাধ্যমে এলাকার মানুষের কাছে নিবেদন করা হয়েছে তারা যাতে বাড়ি থেকে না বের হয়। “শুধু তাই নয় ডাল ভাত হোক বা আলু সেদ্ধ ভাত তাই খেয়ে যাতে বাড়ির মধ্যে আবদ্ধ থাকে, কারণ এই মহামারী ভাইরাসের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একমাত্র এটাই আমাদের উপায়, আমরা সবাই মিলে এই রকম ভাবে আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ১৪ ই এপ্রিল পর্যন্ত যদি বাড়িতে নিজেকে আবদ্ধ রাখতে পারি, তাহলে আগামী দিনে এই মহামারী ভাইরাসের প্রকোপ এর হাত থেকে আমরা রক্ষা পাবো, আবার এক সঙ্গে কাজ করতে পারবো,” এদিন কার্যত হাত জড়ো করে এলাকা মানুষের কাছে এটাই নির্দেশ দিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া ও কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু।