করোনা সন্দেহে মেয়র পারিষদ রাম পেয়ারে রামকে ঢুকতে দেওয়া হলো না মেয়রের ঘরে। গতকাল বিকেলে মেয়র পারিষদ তথা 79 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রাম মেয়রের সঙ্গে দেখা করতে যান। মেয়র এর ঘরের সময় থার্মাল গান স্ক্যানিং এর তাপমাত্রা বেশি থাকায় বাধা দেয় নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীরা কাউন্সিলর ক্লাব রুমে অপেক্ষা করতে বলেন মেয়র পরিষদ কে।
এরপরে পুরসভার চিকিৎসকরা পিপিই পোশাক পড়ে মেয়র পারিষদ তথা 79 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর স্বাস্থ্য পরীক্ষা করেন। করোনার সংক্রমণ সন্দেহে বিভিন্ন খোঁজখবর নেন চিকিৎসকরা। কি ধরনের উপসর্গ রয়েছে সেই বিষয়ে খতিয়ে জিজ্ঞাসা করেন মেয়র পারিষদ কে। এই বিষয়ে রাম পেয়ারে রাম জানিয়েছেন, পুরসভায় আসার পর অসুস্থ বোধ করেন তিনি ।এরপর এই থার্মাল গানে দেহের তাপমাত্রা বেশি থাকায় তাকে মেয়রের ঘরে যেতে দেওয়া হয় না। ডাক্তার পরীক্ষা করে গেছেন প্রাথমিকভাবে করোনা নেই বলে জানিয়েছেন পুর চিকিৎসকরা।