গোটা বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক। যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। সারা বিশ্বের এই সংকটজনক পরিস্থিতিতে করোনা-যোদ্ধাদের সম্মান জানাল ব্রাজিলের ক্রাইস্ট দ রিদিমার। রবিবার ব্রাজিলের এই স্ট্যাচুটি সেজে ওঠে নতুন সাজে। রিয়ো দি জেনেরিয়োর এই মূর্তির গায়ে ফুটে উঠছে ডাক্তারদের ছবি আর সাথে তার নীচে লেখা পরছে ধন্যবাদ। সারা বিশ্বজুড়ে যে সব ডাক্তাররা করোনা মোকাবিলায় যুদ্ধ করে চলেছেন তাদের সন্মান জানানো হয় এই ভাবে। প্রসঙ্গত জানা গিয়েছে এর আগে, গত মাসে বিশ্বের কোভিড ১৯ আক্রান্ত দেশ গুলির পতাকা ফুটে উঠেছিল এই ক্রাইস্ট দ রিদিমারের গায়ে।