December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা যুদ্ধে রাজ্য প্রশাসনকে সাহায্য করবে সেনা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সমস্ত রাজ্যগুলিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে স্থল, বায়ু ও নৌ-সেনা, প্রতিরক্ষা ও অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের স্থানীয় প্রশাসনগুলিকে সাহায্য করার নির্দেশ দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। করোনা যুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বানও জানালেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বানে আয়োজিত একটি বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, স্থল, বায়ু ও নৌ-সেনার প্রধান এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রাজনাথ সিং। এই মারণ ভাইরাসের কবল থেকে দেশবাসীকে কীভাবে রক্ষা করা হবে সেই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সেখানে প্রতিরক্ষা মন্ত্রীকে সেনা আধিকারিকরা বলেন, “এখনও পর্যন্ত তাঁদের তত্ত্বাবধানে থাকা কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে ১ হাজার ৪৬২ জন মানুষকে রাখা হয়েছিল। তার মধ্যে ৩৮৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১০৭৩ জনকে বর্তমানে মানেসর, হিন্দান, জয়সলমির, যোধপুর ও মুম্বইয়ের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আরও ৯৫০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার তৈরি রাখা হয়েছে।”