নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: বর্তমানে নোবেল করোনা ছড়ানোর হাত থেকে ও রাজ্যবাসীকে রক্ষা করার লক্ষ্যে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর। তারই মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজরদারী চালাচ্ছে প্রশাসন। তাই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুক থানায় শুরু হল থার্মাল স্কিনিং। পুলিশ সূত্রে খবর, এদিন তমলুক থানার অফিসার থেকে শুরু করে থানার রাঁধুনি পযর্ন্ত সকলেই থার্মাল স্ত্রিনিং করা হয়। তাছাড়া করোনা ভাইরাস মোকাবিলার জন্য মূলত এই কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। কারণ বর্তমান পুলিশ প্রশাসন সহ রাজ্য স্বাস্থ্য দপ্তর এই মহামারী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তাই তাদের উপর রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ নজর দারি চলছে, এটা তারই নয়া উদ্যোগ বলে মনে করছে বিশিষ্ট জনেরা।