নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর: মহামারী করোণা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে কন্যাশ্রী প্রকল্পের 25 হাজার টাকা তুলে দিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সান্তনা মুই হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ঘড়ুই। মূলত বর্তমানে যেভাবে এই মহামারী নোবেল করোনা ভাইরাসের মোকাবিলায় তৎপর হয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কার্য কলাপ ও আর্থিক সাহায্যের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছে অঙ্কিতা, যা দেখলে খুশি ও গর্বিত অনুভব করেছে ডেপুটি ম্যাজিস্টেট পার্থ ঘোষ। তিনি বলেন, “অঙ্কিতা আরও বড় হোক ওর এই মনের ভাবনা দেখে যথেষ্ট আপ্লুত হয়েছি আমরা”। অন্য দিকে, অঙ্কিতার বক্তব্য ‘এই মহামারীর দিনে সাধারণ মানুষের পাশে থাকাটাই হচ্ছে বড় কর্ম, আর অঙ্কিতার এই ধরনের সহানুভূতি দেখে যথেষ্ট আপ্লুত ও গর্বিত এলাকার সমাজ সেবী মানুষ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ আধিকারিকরা।’