September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় ৪ টি স্বাস্থ্যকেন্দ্রে ওয়ার্ডবাসীদের লালা রস পরিক্ষার উদ্যোগ নিলো ইংরেজবাজার পৌরসভা

মালদাঃ করোনা মোকাবিলায় ৪ টি স্বাস্থ্যকেন্দ্রে ওয়ার্ডবাসীদের লালা রস পরিক্ষা করানোর উদ্যোগ নিলো ইংরেজবাজার পৌরসভা।
জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় ইংরেজবাজার পৌরসভার সভাকক্ষে।
উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ,প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার, আসিস কুন্ডু,সুমালা আগারওয়ালা, স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ইংরেজবাজার পৌরসভা এলাকায় চারটি স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা। বুড়াবুড়ি তলা বালুচর কানিরমোর এবং রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে ওয়ার্ডবাসীদের লালা রস পরিক্ষা করা হবে।এর পাশাপাশি মালদা জেলা স্কুলেও পরিক্ষার ব্যাবস্থা করা হবে।
আরো জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় ৫ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পরে।
যে এলাকায় করোনা পজিটিভ হয়েছে সেই এলাকাগুলোতে লালা রস পরীক্ষার ব্যাবস্থা করা হবে।