নিজস্ব প্রতিনিধি: বর্তমানে করণা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে গোটা দেশ জুড়ে, কিন্তু বর্তমান স্বাস্থ্য দপ্তর থেকে কড়া নির্দেশ দেয়া হয়েছে বাড়ির মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে এই সংক্রমণের হাত থেকে অনেক টাই রক্ষা পাওয়া যাবে, শুধু তাই নয় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোলে বাজার ঘাট করার সময় সমদূরত্ব বজায়, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার এগরার দুজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলা শাসক পার্থ ঘোষ এই খবর জানিয়েছেন, সম্প্রতি তারা একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিলেন। করোণা আক্রান্ত সন্দেহে 13 জনের রক্তের নমুনা বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হযেছিল। তার মধ্যে অন্য 11 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি জানান, আমন্ত্রিতদের মধ্যে 472 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 27 জনকে আইসোলেশন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত দুজনাকে রবিবার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। জীবাণুমুক্ত করার জন্য এগরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করছে দমকল দফতর। শুধু তাই নয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় আশা কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করছে সম দূরত্ব বজায় রাখার আর এই সময় বাড়ি থেকে না বেরোনোর, সব সময় বর্তমান প্রশাসন তাদের সঙ্গে রয়েছে এই বাইকটা টাও দেয়া হয়।