January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় বলিউড ইন্ডাস্ট্রির দিনমজুরদের পাশে দাঁড়ালেন মুম্বাইয়ে ভাইজান


করোনা মোকাবিলায় বলিউড ইন্ডাস্ট্রির দিনমজুরদের পাশে দাঁড়ালেন মুম্বাইয়ে ভাইজান সালমান খান। তিনি জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রি প্রায় ২৫ হাজার দৈনিক কর্মীদের আর্থিক সহায়তা করবেন তিনি। সেই কথা মতোই তিনি রবিবার ইন্ডাস্ট্রির ৭ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা অর্থ স্থানান্তর করেন। করোনা পরিস্থিতির মধ্যে এমন অনেক দিনমজুর রয়েছেন যারা আর্থিক দিক থেকে দূর্বল হয়ে পড়েছেন। এই সকল মানুষদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিলেন বলিউডের ভাইজান।

তবে এই অর্থের যাতে কোনো অপব্যবহার না হয়, সেই কারণে তিনি প্রত্যেক কর্মীর একাউন্টে প্রথমে তিন হাজার টাকা করে পাঠিয়েছেন এবং কিছুদিনের মধ্যে ফের অর্থ পাঠাবেন তিনি এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি ইন্ডাস্ট্রি প্রত্যেক দিনমজুররা সালমান খানের এই কাজের জন্য তাকে আশীর্বাদ জানিয়েছে ও বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সালমান খানের পাশাপাশি, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ভিকি কৌশল সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা করোনা মোকাবিলায় অনুদান দিয়েছেন।