December 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় ক্রিকেটারদের বেতন কমাতে পারে বিসিসিআই

করোনা ভাইরাসের আতঙ্কের জেরে হয়তো শুরু করা যাবেনা কলকাতার ফুটবল লিগ৷ পাশাপাশি বন্ধ রয়েছে গোটা বিশ্বের সব ধরনের খেলাই৷করোনার করালগ্রাসে পিছিয়ে গিয়ে অলিম্পিক থেকে শুরু করে ক্রিকেট আইপিএল এবং ফুটবল আই লিগ৷ করোনার দাপট প্রতিক্ষণে যে হারে বাড়ছে, তাতে অনেক খেলার স্টেডিয়াম এখন কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার মুখে। তবে খেলার একাধিক ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে বিদেশি ফুটবল ক্লাবগুলি৷ সেই ক্ষতি কিছুটা ঠেকাতে বার্সেলানা,জুভেন্টাসের মত বেশ কয়েকটি প্রথম সারির ক্লাব ফুটবলারদের বেতন ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেনI
অন্যদিকে স্পেনের অবস্থাও বিধ্বস্ত হওয়ার কারণে কম বেতন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিও মেসি৷জানা গিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি 70 শতাংশ কম বেতন নেবেন। এই একই পথে এবার হাঁটতে চলেছে বিসিসিআই৷ দেশের দুর্দিনে দাঁড়িয়ে বিসিসিআই কমাতে পারে ক্রিকেটারদের বেতন এমনটাই শোনা যাচ্ছে৷বিশ্ব ক্রিকেটের ধনীতম বোর্ড বিসিসিআই কিন্তু করোনার জেরে অনেকগুলি টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছে বিসিসিআই৷ সেইজন্যই বেতন ছাঁটাইয়ের মত সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আইপিএল আয়োজিত হল বেতন ছাঁটাইয়ের কথা তারা ভাববে না বলে শোনা যাচ্ছে।