করোনা ভাইরাস সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে মাক্স সাবান ও স্যানিটাইজার প্রদান করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। রবিবার গঙ্গারামপুর ঠেঙ্গাপাড়া এ আয়োজন করা হয়েছিল এই মাক্স ও স্যানিটাইজার প্রদানের। উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর মহাকুমার সম্পাদক কল্লোল রায়,সহ-সম্পাদক স্বপন শিকদার সুশান্ত বিশ্বাস সহ আরো অনেকে। প্রসঙ্গত করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝে বন্ধ রয়েছে স্কুল কলেজ এরোই মাঝে ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে উদ্যোগী হয়েছে বাম শিক্ষক সংগঠন এবিটিএ। সেই মতো গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে এবিটিএ-এর এই কর্মসূচি। সেই মতো রবিবার গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায় ABTA-এর পক্ষ থেকে প্রায় ৩৫০জন ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হল মাক্স সাবান স্যানিটাইজার সহ একটি করে বিস্কুটের প্যাকেট। সেইসঙ্গে ABTA এর পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হলো ছাত্র ছাত্রীদের।