December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে বেলেঘাটার আইডিতে ভর্তি এক চিনা নাগরিক

করোনা ভাইরাসের আতঙ্ক এবার মুম্বই ও নয়াদিল্লির পর কলকাতায়। করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে বেলেঘাটার আইডিতে ভর্তি এক চিনা নাগরিক৷ চিকিৎসাধীন ওই ব্যক্তির নাম জো হুয়ামিন৷ জানা গিয়েছে, সম্প্রতি চিন থেকে কলকাতায় এসেছেন ২৮ বছরের ওই তরুণী৷ ৬ মাস আগে দেশ ভ্রমণে বেরিয়েছিলেন জো হুয়ামিন৷ নামিবিয়া, মরিশাস, মাদাগাস্কার হয়ে তিনি ভারতে আসেন গত ২৪ জানুয়ারি৷ কিন্তু তিনি করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে, তাকে আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ সূএের খবর, মাথা ব্যথা সহ নানা শারীরিক সমস্যার নিয়ে দিন কয়েক আগেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ এরপর তাঁর দেহে করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে তাঁকে সেখান থেকে বেলেঘাটা আইডিতে স্থানাস্থরিত করা হয়৷