July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে নতুন করে লকডাউন করা হয় পূর্ব মেদিনীপুর জেলার 12 টি জায়গায়

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- লকডাউন কিছুটা শিথিল হলেও হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ এবার এই সংক্রমণ কিছুটা কমাতে বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় বারোটি জায়গায় নতুন করে লকডাউন শুরু হচ্ছে। জানা গেছে লকডাউন চলবে আগামী সাত দিন ধরে। পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ এই এলাকা গুলোকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছেন। তমলুক হলদিয়া ও পাঁশকুড়া পৌরসভার বেশ কিছু এলাকায় লকডাউন চালু হচ্ছে। এছাড়াও শহীদ মাতঙ্গিনী ব্লক, হলদিয়া, মহিষাদল ভগবানপুর-১, কোলাঘাট, পটাশপুর-১, তমলুক, দেশপ্রাণ এবং সুতাহাটা ব্লকের বেশ কিছু জায়গায় চালু হচ্ছে লকডাউন। এ দিকে জেলায় নতুন করে পাঁচজন করোনা সংক্রমনে আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার মোট আক্রান্তের সংখ্যা ৪৫৮। সুস্থ হয়েছে ৩০৯। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৭ জনের। এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৪৩ জন। পূর্ব মেদিনীপুর জেলায় যাতে করে নতুন করে আর আক্রান্তের সংখ্যা না বাড়ে সেই কারণেই বিভিন্ন জায়গায় লকডাউন সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। তমলুক পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বিভিন্ন এলাকায়। বারেবারে অনুরোধ করা হচ্ছে বাড়ির বাইরে না বেরোনোর। অতি প্রয়োজনে বাইরে বেরোলে মুখে অবশ্যই মাক্স পরে বেরোতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া সমস্ত দোকানপাট অফিস-আদালত বন্ধ থাকবে জানালেন তমলুক পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর রবীন্দ্রনাথ সেন।