July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের আতঙ্ক এবার মুম্বইয়ের পর নয়াদিল্লিতেও

করোনা ভাইরাসের আতঙ্ক এবার মুম্বইয়ের পর নয়াদিল্লিতেও। এই ভাইরাসের ভয় আতঙ্কিত গোটা দুনিয়া। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত হয়েছে ৪১ জনের। সূএের খবর, করোনা ভাইরাস সংক্রমণ ঘটে থাকতে পারে, এই আশঙ্কায় চিন থেকে আসা এগারো জনকে নজরদারিতে রাখা হয়েছে কেরলে। এই ভাইরাসে আক্রান্ত রোগের উপসর্গ গুলি হল জ্বর, সর্দি-কাশি। তবে ইতিমধ্যেই প্রায় ৭ জনের শরীরে এই ভাইরাস আক্রান্তের উপসর্গ গুলি মিলেছে। এই ভাইরাসের নিরাপত্তায় এখনও পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা-সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে সব মিলিয়ে প্রায় বারো হাজারেরও বেশি চিন থেকে আসা যাত্রীকে স্ক্রিনিংয়ে রাখা হয়েছে। পাশাপাশি যদি কারোর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ মেলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে তত্‍ক্ষনাত্‍ চিকিত্‍সা করতে প্রস্তুত বেলেঘাটা আইডি।