ভারতে করোনা তেমন প্রভাব ফেলতে পারেনি। দেশে সুস্থ হয়েছে ৫০ শতাংশ বেশি। দেশের মৃত্যুহার সর্বনিম্ন। করোনায় কোন মৃত্যুই দুঃখজনক, প্রত্যেক দেশবাসীর প্রাণ মূল্যবান। করোনা মোকাবিলায় মাস্ক ছাড়া বাইরে বেরবেন না। কোথায় একটু আমাদের লড়াইকে দুর্বল করে দেবে। প্রত্যেকটি ভারতীয়ের সুরক্ষা নিশ্চিত করেছি। কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরেছেন। মাস্ক এবং ফেস কভারে জোর দিতে হবে। হাত ধোয়া, দূরত্ব রক্ষা করতেই হবে।
করোনা আবহে মঙ্গলবার দেশবাসীকে এইভাবে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অর্থনীতি নিয়ে বলেন, ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বিদ্যুতের ব্যবহার বাড়ছে। স্যারের বিক্রি বেড়েছে। খরিপ শস্য উত্পাদন অনেক বেড়েছে। ডিজিটাল লেনদেন বেড়েছে। এম এস এম ই র জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ক্ষুদ্র এবং কুটির শিল্পে আরো বেশী লোনের সুবিধা দেওয়া হচ্ছে। দুই চাকার গাড়ির উত্পাদন বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রায় তিন মাস বন্ধ থাকার পরে রফতানি ব্যবসাও অনেকটা ঘুরে দাঁড়িয়েছে।