June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা কালে সাঙ্গ হল দুর্গা আরাধনা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:-
করোনার আতঙ্ক কাঁধে নিয়ে অবশেষে সাঙ্গ হল মহামারি-কালে মহামায়ার বোধন পর্ব। একদিকে ছিল মারন ভাইরাসের হুমকি, অন্যদিকে প্রশাসনের তৎপরতা সব মিলিয়ে মহামান্য আদালতের জীবনদায়ী নজীরবিহীন নির্দেশ নামা, দূর্যোগের ভ্রূকুটি, প্রশাসনের মরিয়া প্রয়াস, সব মিলে বলা যায় শতাব্দীর ঘটনাবহুল শারদোৎসব।
সোমবার শুভ বিজয়া দশমী। আরো বিভিন্ন জায়গার মত মন্ডপে মন্ডপে বিজয়া দশমীর পূজোর পর নবপত্রিকা বিসর্জন শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে র বিভিন্ন পুজোয়। এদিন সকাল থেকেই রূপনারায়ন গৌরাঙ্গ ঘাটে নবপত্রিকা বিসর্জন দেওয়া হয়। এদিনও দেখা গেছে সুরক্ষা বিধি মান‍্যতায় নাগরিক সচেতনতা। মূলত মহামারীর কারণে এই বছর দুর্গৎসবে কার্যত নিরাশ হলেও বাঙালির রীতি-নীতি মিনি অব শেষে শেষ হলো দুর্গ উৎসবের আরাধনা।