করোনা আবহে NEET ও JEE পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল। বিভিন্ন ছাত্রছাত্রীর পাশাপাশি এই নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। বুধবারই বিরোধী দলগুলির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পরীক্ষা আয়োজনের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সাত রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এরই মধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পরীক্ষা না-পিছোনোর দাবিতে সরব হলেন শিক্ষাবিদেরা। তাঁদের অভিযোগ, ‘নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যত্ নিয়ে খেলছেন কয়েকজন।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘ছাত্র ও যুবরা দেশের ভবিষ্যত্ কিন্তু কোভিড ১৯ অতিমারীর কারণে তাঁদের কেরিয়ারের উপর অনিশ্চয়তার কালো মেঘ ছেয়ে গিয়েছে। ভর্তি ও ক্লাস নিয়ে প্রচুর সমস্যা রয়েছে, যত শীঘ্র সম্ভব সে গুলির সমাধান করা প্রয়োজন।’ শিক্ষাবিদদের মতে, প্রতি বছরের মতো এ বছরও লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণি পাশ করেছেন। তাঁরা এখন বাড়িতে বসে পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন।