বেসরকারি হাসপাতালে টেস্ট ৪৫০০ টাকা করে নেওয়া হচ্ছিল সেটা কমিয়ে ২২৫০ টাকা করে দেওয়া হয়েছে। শুক্রবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একই সঙ্গে তিনি বলেন, পিপিই এবং গিয়ার চার্জ হাজার টাকা। ডক্টর কনসালটেন্সি ফিস হাজার টাকা, আগে যেটা ছিল পাঁচ হাজার টাকা। বেশ কিছু হাসপাতাল এটা কমিয়েছে, আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে কয়েকদিনের মধ্যে।
এদিন তিনি আরো বলেন, বেসরকারি বাস মালিকদের বাস প্রতি ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আগামী দিন মাস এই টাকা দেওয়া হবে। রাজ্যের আর্থিক সমস্যা থাকলেও বেসরকারি বাস যাতে রাস্তায় নামে তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের ৬হাজার বাস মালিককে টাকা দেওয়া হবে।পাশাপাশি ১ জুলাই থেকে শহরে মেট্রো চালানোর জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।