January 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আবহে বন্ধ কোচবিহার বানেশ্বর শিব মন্দিরের শ্রাবণী মেলা

কোচবিহার : করোনা আবহে বন্ধ কোচবিহার বানেশ্বর শিব মন্দিরের শ্রাবণী মেলা ।

দেবত্র ট্রাস বোর্ড এর অধীনে থাকা বানেশ্বর মন্দির এর শ্রাবণী মেলা রাজ আমল থেকেই হয়ে আসছে ।বহু দূর দূরান্ত থেকে ভক্ত দের সমাগম হয় এই মেলায় ।এক মাস যাবত চলে এই মেলা ।বহু দোকান পাট বসে এই মেলায় তবে সেসব এখন অতীত ।
করোনা আবহে আন লকডাউন 2 চলছে তাতে ভক্ত সমাবেশ একে বারেই বন্ধ ।

এই মেলায় অনেক ব্যবসায়ী দের রুটি রুজি বন্ধ হয়েছে ।

প্রতিবার এই সময় মন্দির চত্বর এ উপচে পরতো ভক্তদের ভিড় তবে এবার মন্দির চত্বর পুরো সুনসান ।
মন্দির কর্তৃপক্ষ অচিন্তকুমার ঠাকুর জানান এই মেলাতে ভক্ত সমাগম হবে না এবার তাতে সত্যিই খুব খারাপ লাগছে এর সাথে অনেক গরীব মানুষ দোকান পাট দিয়ে তাদের সংসার চালায় তারা ও এই মেলা না হাওয়াতে অসহায় হয়ে পড়েছে ।
সব মিলিয়ে এই করোনা আবহে চেহারা পাল্টে দিয়েছে কোচবিহার এর রাজ আমলের বানেশ্বর শিব মন্দিরের ।