December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আবহে চূড়ান্ত আর্থিক সংকটে ভুগছেন মাইক ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:-
করোনা আবহে চূড়ান্ত আর্থিক সংকটে ভুগছেন মাইক ব্যবসায়ীরা। হাতে গোনা কয়েক দিন পরে শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো এখন পর্যন্ত কোনো বুকিং না হওয়ার কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন সমস্ত মাইক ব্যবসায়ীদের, আশঙ্কা করছে করোনা পরিস্থিতির জন্য বিশ্বকর্মা পূজা অন্য বারের মতো জাঁকজমকপূর্ণ থাকার সম্ভাবনা কম। ঘরোয়া ভাবে কিছু পূজা হলেও বড়ো মন্ডপ সজ্জায় বিশ্বকর্মা পূজা হবার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে মাইক ব্যবসায় যুক্ত পূর্ব মেদিনীপুর জেলার শতাধিক পরিবার চরম অনিশ্চয়তা মধ্যে দিন কাটাচ্ছেন। প্রসঙ্গত, বিশ্ব জুড়ে করোনা মহামারীর মাঝে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই এই পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ বিশ্বকর্মা পূজা সংখ্যা ক্ষিন বললেই চলে। এরপর পিতৃ পক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা, তাই দূর্গা পূজা, লক্ষ্মীপূজা ও কালীপূজা জাঁকজমকপূর্ণ হবার সম্ভাবনা নেই বললেই চলে। তমলুকের নিমতৌড়ি এক মাইক ব্যবসায়ী উত্তম দাস বলেন, গত ছয় মাস ধরে বুকিং না হওয়ায় খুব দুশ্চিন্তায় রয়েছি। পূর্বে বছর গুলোতে পূজা কমিটিরা দু’মাস আগে থেকে বুকিং হয়ে যায়। কয়েক দিন পরে বিশ্বকর্মা পূজা এখনো বুকিং হয়নি। অন্য এক নন্দকুমারের চকচাঁদপোতা মাইক ব্যবসায়ী সৌমিত্র মাইতি জানান, সরস্বতী পূজার পর ব্যাঙ্ক লোন ও মহাজনদের কাছ থেকে আট লক্ষ টাকা ধার করেছি। বুকিং না হওয়ায় দুঃশ্চিন্তায় মধ্যে কাটাচ্ছি।