এই করোনা আবহে নিউ নরমাল জগধাত্রী পুজা 2020 ! এই বছর ঐতিহ্যবাহী চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নেই কোন জৌলুস , নেই সেভাবে আলোর বাহার। শুধু কোনরকমে পুজো করতে হবে এটাই এবারের অঙ্গীকার! কেননা করোনার আবহে সংক্রামক যাতে আর বেশি না ছড়ায়, সেই জন্য মহামান্য হাইকোর্ট যে পূজা গাইড লাইন বেঁধে দিয়েছে এবং যে যে বিধিনিষেধ জারি করেছে সেগুলো যথো পযুক্তভাবে পালন করেই হচ্ছে এবারের পুজো।
সেই কথাটি মাথায় রেখে এবারের চন্দননগরের জগদ্ধাত্রী কেন্দ্রীয় কমিটি হাইকোর্টের গাইডলাইন গুলি মান্যতা দিয়ে এবারের সমস্ত পুজো বারোয়ারী কে সেইসব নির্দেশিকা পালন করার আহ্বান জানিয়েছে! সেইমতো পুলিশ প্রশাসন ও চন্দননগর কেন্দ্রীয় কমিটি ও পূজা কমিটি গুলির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে ।
এর মধ্যে বেশ কিছু বারোয়ারি এই করোনা আবহে শুধুমাত্র ঘট পূজা করছে কেননা ঠাকুর করলে বিসর্জনের দিন ঠাকুর নামাতে যে সংখ্যক লোক লাগবে তাতে সংক্রামনের আশঙ্কা থেকে যায়! সেই জন্য এই সিদ্ধান্ত ।
এছাড়া অন্যান্য বাড়িগুলো, তারা ঐতিহ্য মেনে সমস্ত বিধি মেনে এবারের পুজো করবে বলে জানিয়েছে! এবারে চন্দননগরে কোন শোভাযাত্রা হচ্ছে না কেননা হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছে তাতে কোন বাজনাও আলো সহকারে কোন শোভাযাত্রা করা যাবে না! শুধুমাত্র ঠাকুর নিয়ে এসে নিজও নিজও এলাকার ঘাটে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা!