সঞ্জীবন হাসপাতাল কে করোনা হাসপাতল ঘোষণা করার সময়, অন্যান্য কর্মীরা যখন কাজ ছেড়ে দিচ্ছিল, গৌরী প্রামানিক প্রথম স্বাস্থ্য কর্মী সঞ্জীবন হাসপাতাল এ তিনি বলেছিলেন আমি কাজ করবো আর থাকবো, টানা তিন মাস অক্লান্ত পরিশ্রম ও সেবা সুস্থতার মাধ্যমে করোনা রোগীদের সেবা যত্ন করে আজ ছুটিতে বাড়ি ফিরলেন, উলুবেড়িয়া থানার অন্তর্গত জামবেড়িয়া গ্রামের সকল গ্রামবাসী আজ তাকে সম্মাননা জ্ঞাপন করলেন, গ্রামের সকল মহিলা পুরুষ নির্বিশেষে উপস্থিত ছিলেন, উত্তুরি, ফুলের মালা, পুষ্পস্তবক, শাড়ি ও মিষ্টির প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয় মাননীয়া গৌরী প্রামাণিককে!