নোভেল করোনাভাইরাসের আতঙ্ক ধীরে ধীরে জটিল হচ্ছে ভারতেও। এক আক্রান্তের জন্য কার্যত হিমশিম খাচ্ছে দিল্লি প্রশাসন। ভিয়েনা থেকে ইতালি গিয়ে পুনরায় ভিয়েনা হয়েই বিমানে দেশে ফেরেন দিল্লির ওই বাসিন্দা। সোমবার জানা যায় তিনি করোনায় আক্রান্ত। এরপরেই এয়ার ইন্ডিয়ার যে বিমানে তিনি ফিরেছিলেন তার সব কর্মীকে কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়।
গত সপ্তাহে ওই ব্যক্তি দিল্লির একটি পাঁচতারা হোটেলে ছেলের জন্মদিনের পার্টি দিয়েছিলেন, সেই রেস্তোরাঁর সমস্ত কর্মীকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। পার্টিতে উপস্থিত ৬ জনের শরীরে মিলেছে করোনার উপসর্গ। সেই সঙ্গে ওই আক্রান্ত ব্যক্তির ছেলে যে স্কুলে পড়ে বন্ধ রাখা হয়েছে সেই স্কুলের পরীক্ষা ও পঠন-পাঠন ও। মোটের উপর এই ব্যক্তির পরিচিতদের মধ্যে ২৩ জন বর্তমানে কোয়ারান্টাইনে রয়েছেন।