September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত হলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

করোনা আক্রান্ত হলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সেই খবর টুইট করে জানিয়ে দিল তাঁর দফতর। তবে উপরাষ্ট্রপতির শরীরে সংক্রমণের কোনও লক্ষণ নেই বলেও জানানো হয়েছে।

টুইটে বলা হয়েছে, এ দিন সকালে বেঙ্কাইয়া নাইডুর রুটিন কোভিড পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়েছে। উপ রাষ্ট্রপতির সচিবালয় থেকে আরও বলা হয়েছে, বেঙ্কাইয়া নাইডু উপসর্গহীন। তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। তাঁকে হোম কোয়রান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত সপ্তাহেই রাজ্যসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি।

বেঙ্কাইয়া নাইডুর স্ত্রী ঊষারও করোনা পরীক্ষা হয়েছে। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।