আক্রান্ত হলিউডের অভিনেতা ডয়েন রক জনসন। রক’ স্টারের গোটা পরিবারই পড়েছে কোভিড ১০-এর কবলে।
বুধবার ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করে এই খবর জানিয়েছেন জনসন। তিনি জানান, তিনি, তাঁর স্ত্রী লরেন হাশিয়ান ও দুই ছোট্ট কন্যার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে। এই খবর জানার পর তিনি শোকাহত হয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘এটাই ছিল আমার মুখোমুখি হওয়া এ পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়।’
তবে তাঁরা সবাই করোনাকে ইতোমধ্যেই জয় করেছেন বলেও জানিয়েছেন জনসন। তিনি জানান, তিনি ও তাঁর স্ত্রী-সন্তান সুস্থ হয়ে উঠেছেন। তাঁর দুই কন্যার গলায় সামান্য ব্যথা ছাড়া খুব বেশি কিছু হয়নি।