December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত হলিউডের অভিনেতা ডয়েন রক জনসন

আক্রান্ত হলিউডের অভিনেতা ডয়েন রক জনসন। রক’ স্টারের গোটা পরিবারই পড়েছে কোভিড ১০-এর কবলে।
বুধবার ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করে এই খবর জানিয়েছেন জনসন। তিনি জানান, তিনি, তাঁর স্ত্রী লরেন হাশিয়ান ও দুই ছোট্ট কন্যার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে। এই খবর জানার পর তিনি শোকাহত হয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘এটাই ছিল আমার মুখোমুখি হওয়া এ পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়।’
তবে তাঁরা সবাই করোনাকে ইতোমধ্যেই জয় করেছেন বলেও জানিয়েছেন জনসন। তিনি জানান, তিনি ও তাঁর স্ত্রী-সন্তান সুস্থ হয়ে উঠেছেন। তাঁর দুই কন্যার গলায় সামান্য ব্যথা ছাড়া খুব বেশি কিছু হয়নি।