কাল রাতে উল্টোডাঙা গৌরীবাড়ি এলাকার এক মিষ্টির দোকানের মালিকের মত্যু হয় (বয়স ৫০-৫২ ) ।স্থানীয় সূত্রে খবর, গত সাতদিন ধরে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে covid টেস্ট করার পরামর্শ দেয়।
এরপর গত পরশু করোনা পরীক্ষা হয়, সেই রিপোর্ট আসার আগেই বুধবার সকাল থেকে শারীরিক অবস্থা অবনতি হয়। এরপর বুধবার বিকেলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণ করে। দোকানেই মৃত্যু হয়েছিল বলেই অনুমান।হাসপাতাল থেকে দেহ নিয়ে এসে আবার দোকানেই রেখে দেওয়া হয়। তারপর থেকে দোকানেই পড়ে ছিল দেহ।আজ রিপোর্ট আসলে দেখা যায় করোনা পজেটিভ।
অবশেষে আজ সকাল ১১ টার পর ওই দোকান থেকে দেহ নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ওই মিষ্টির দোকান ও সংলগ্ন এলাকা স্যনিটাইজা করা হয়।