বালুরঘাট :- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্তব্যরত মহিলা পুলিশ অফিসারের।
জানা যায় বছর ৫৪ মৃতা ওই মহিলা পুলিশ অফিসারের নাম পপি চৌধুরী,তিনি গঙ্গারামপুর থানার এসআই পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় জুলাই মাসের ১৩ তারিখ নাগাদ তার কোভিড টেস্ট হয়েছিল এবং সম্ভবত ১৬ ই জুলাই তার পসিটিভ রিপোর্ট আসে l তিনি পশ্চিমবঙ্গ পুলিশের এসিস্টেন্ট সাব ইন্সপেক্টার পদে গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর কোর্টে কর্মরত ছিলেন
লালা রসের রিপোর্ট পজেটিভ আসার পরেই বেশ কিছুদিন আগে জেলা স্বাস্থ্য দফতরের তরফে বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। যদিও
দুদিন আগেই তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হলে চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করেন। গতকাল রাত্রে সেখানেই তার মৃত্যু হয়, বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
জানা যায় চাকরির সূত্রে ছেলেকে নিয়ে গঙ্গারামপুরে সরকারি আবাসনে থাকতেন ওই মহিলা পুলিশ অফিসার।
পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে মৃতা মহিলা পুলিশ অফিসার পপি চৌধুরীর ছেলের লালারসের পরীক্ষা করা হলে তার রিপোর্টও পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মৃতা পুলিশ অফিসারের ছেলে। এই মর্মান্তিক খবর পৌঁছনো মাত্র দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে l